টেকসই উন্নয়নে সুশিক্ষার বিকল্প নাই – রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের দুর্বার উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমানতালে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মকে সুশিক্ষা দিচ্ছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নানা কর্মসুচী গ্রহন করেছে। সুশিক্ষা প্রতিষ্ঠিত হলে উন্নয়ন টেকসই হবে। সরকারের পাশাপাশি অভিবাবকদের দায়িত্বশীল হতে হবে। টেকসই উন্নয়নে সুশিক্ষার বিকল্প নাই।
রবিবার পাবনার ইছামতি উচ্চ বিদ্যালয়এবং প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের গভণিং বডির সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন, তাসলিমা খাতুন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, মহিউদ্দিন তুফান, জেলা যুবলীগ আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি,যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, রনি প্রমূখ।