রাশেদ রাজন: ‘প্রজন্ম সমতার এগিয়ে চলি, নারীর অধিকার অর্জন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয় ।
দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে পোস্টার প্রদর্শনী ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেয়েরা শিক্ষা ও কর্মক্ষেত্রে দৃশ্যমান হারে এগিয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ছে। নারীসমাজের এতসব অগ্রগতির মাঝেও যৌন হয়রানি, শিশু পাচার ও নারী নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছে না নারীরা। জ্যামিতিক হারে এসব অপরাধ বেড়েই চলেছে। ঘরে এবং বাইরে কোথাও নারীরা নিরাপদ অনুভব করছে না। এসময় বক্তারা রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিকভাবে নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সভাপতি রাশেদা খালেক, সাংগঠনিক সম্পাদক পাপিয়া বেগম, লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক মাধুরী রায় চৌধুরী, বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, শেখ রাসেল মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিসাইয়া মেহজাবিন প্রমুখ।
অন্যদিকে, সকালে দ্যা অর্গানইজেশন ফর উইমেন ইন সায়েন্স ইন দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড দিবসটি উপলক্ষে এক র্যালির আয়োজন করে।