৭মার্চের ভাষণেই পাকিস্তানের মৃত্যুঘন্টা বেঁজে উঠেছিল — রেজাউল রহিম লাল

পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন-৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ছিল বাঙ্গালীর ওপর দীর্ঘ ২৩ বছরের শোষন থেকে মুক্তির জয়বার্তা। ৩০ লক্ষ বাঙ্গালীর বুকের তাজা রক্তে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে বিজয়
মুকুট পরেছে বাংলাদেশ তার বীজ অঙ্করিত হয়েছিল বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষনেই। বঙ্গবন্ধুর কালজয়ী ভাষনেই ঝাপিয়ে পরেছিল মরণপণ সশস্ত্র মুক্তিযুদ্ধে। ৭মার্চের ভাষণেই পাকিস্তানের মৃত্যুঘন্টা বেঁজে উঠেছিল।
শনিবার পাবনা জেলা পরিষদ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান নিবার্হী কর্মকর্তা কাজী আতিযুর এর সভাপতিত্বে এবং মতিউর রহমানের পরিচালনায় এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন-সদস্য বিজয় ভুষন রায়, আব্দুল্লাহ আল মাহমুদ, মোশারোফ হোসেন প্রমূখ।
৭ মার্চ উপলক্ষে পাবনা জেলা পরিষদ এর আয়োজনে আলোক সজ্জা,
বঙ্গবন্ধুর ৭ মার্চেও ভাষণ বাজানো, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।