কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন- রাকিব (২৮) ও রিজভী (২৭) তারা টাঙ্গাইল শহরের বাসিন্দা হবে বলে যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন জানিয়েছেন। তবে তাদের পূর্নাঙ্গ ঠিকানা জানা যায়নি।
শুক্রবার রাত ১১ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু থানার এসআই রাইজ উদ্দিন। তিনি জানান,যমুনা সেতু এলাকায় বেড়াতে এসে পরে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে টাঙ্গাইল দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা পৌঁছালে এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই বন্ধু লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।
দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। নিহত দুই বন্ধুর পূর্নাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। নিহত দুই বন্ধু টাঙ্গাইল শহরের বাসিন্দা হবে বলে জানান। নিহতের স্বজনরা আবেদন প্রেক্ষিতে লাশ হস্তান্তর আইনী প্রক্রিয়া নেওয়া হবে।