ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর পোস্টার ব্যতিত কোন প্রকার ব্যানার,ফেস্টুন না রাখার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী পৌর ও ইউনিয়ন এলাকা থেকে বঙ্গবন্ধুর পোস্টার ব্যতিত সকল প্রকার ব্যানার,ফেস্টুন ও বিলবোর্ড তিন দিনের মধ্যে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে ঈশ^রদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের সভাপতিত্বে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,ওসি বাহাউদ্দিন ফারুকি,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,স্বাস্থ্য কর্মকর্তা আসমা বেগম,শিক্ষা অফিসার সেলিম রেজা,প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না ও সহসভাপতি এএ আজাদ হান্নান বকতব্য দেন। এসময় এসিল্যান্ড মমতাজ মহলসহ সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।