জেলার দুর্গাপুর পৌরশহরের মধ্য বাজার পশ্চিম গলিতে মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। অগ্নিকান্ডে ছয়টি দোকান ঘর ও একটি মালামালের গোদাম ঘড় ভস্মিভ’ত হয় ও আশপাশের আনুমানিক ছয়সাতটি দোকানের মালামাল এলাকাবাসী বের করে ফেলে। এতে প্রায় মালামাল ও স্বর্ণালংকারসহ আনুমানিক বিশ কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।
এলাকাবাসী ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক বারটার দিকে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়া আশপাশের চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকাবাসী স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এক পর্যায়ে ফায়ার সার্ভিসের পানির পাম্প নষ্ট হয়ে গেলে সাথে সাথে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা,পূর্বধলা ও জেলা ফায়ার ষ্টেশনের তিনটি ইউনিট ও হাজার হাজার উপস্থিত এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ দোকানগুলো বিপ্লব কুমার সাহার অপূর্ব ফ্যাশন, উত্তম কুমার সাহার আপন গার্মেন্টস, খুশি মোহন সাহার সৌখিন বস্ত্রালয়, ধ্রæব সাহার আদর্শ বস্ত্রালয়, আজিজুল হখের লাকী গার্মেন্টস,হিমেল মিয়ার বাহার গার্মেন্টস, ননী সরকারের মালের গোদাম ঘড় ভস্মিভ’ত হয়। অনেক ব্যাবসায়ী পরিবারের লোকজনকে সর্বস্ব হারিয়ে কান্নয় ভেঙ্গে পড়তে দেখা গিয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসআরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম,এএসপি সার্কেল মাহমুদা শারমীন নেলী, পৌর মেয়র মাওলানা আঃ সালাম, ওসি মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক আবু আব্দুল্লাহ্ মোহাম্মদ সাইদুল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে উক্ত আগুনের সূত্রপাত ঘটে।