পরকীয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার পরকীয়া বিরোধী সর্বস্তরের জনসাধারণ। উপজেলার পৌর সদরের বাণিজ্য নগরী চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ্ জুয়েলের উদ্যোগে বুধবার সকাল ১০টায় চাঁচকৈড় মেইন রোডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরকীয়া বন্ধের নানা দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা।
মানববন্ধনের উদ্যোক্তা বাকি বিল্লাহ্ জুয়েল বক্তব্য রেখে বলেন, দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। পরকীয়ার অভিশাপে জর্জরিত আমাদের সমাজ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার। ছেলেদের তুলনায় পরকিয়ায় জড়ায় মেয়েরাই বেশি । পরকিয়ায় জড়ানো পুরুষ ও নারী উভয় মানুষ হয়ে উঠে পশুর সামিল। পরকিয়ার কুফল শুধু নিজেরা নয় তাদের পুরো পরিবারকে ভোগ করতে হয়। যে পুরুষ বা নারী পরকীয়ায় জড়ায় তাদের স্ত্রী বা স্বামী অন্য কারো সাথে জড়াবে এটা স্বাভাবিক। পত্রিকার পাতা খুলতেই চোখে পড়ে পরকীয়ার খবর। পরকীয়ার ফাঁদে আটকা পড়ে আত্মহত্যা করছেন অগণিত নারী ও পুরুষ। এসবের বলি হচ্ছেন নিরপরাধ সন্তান,স্বামী অথবা স্ত্রী। পরকীয়ার পথে বাধা হওয়ায় সন্তানকে নির্মমভাবে হত্যা করছে মমতাময়ী মা। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করছে এ পরকীয়া। আশংকাজনক ভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতা-মাতা এবং পিতা-মাতার হাতে সন্তানের প্রাণ হরণের ঘটনা ঘটছে। বাড়ছে পারিবারিক অশান্তি, ভেঙে যাচ্ছে সংসার। ক্রমেই যেন মহামারী আকার ধারণ করেছে এ পরকীয়া। এসব থেকে মুক্তি পেতে হলে এখনি আমাদের পরকীয়া বিরোধী জোড় আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয় আইন কার্যক্রর করতে হবে।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু তাহের, সেলিম পারভেজ বাবু, অনিক শেখ, রিপন তালুকদার, মাওলানা আব্দুল আলিমসহ প্রমুখ।