পাবনায় দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ‘ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেলকে হত্যার প্রতিবাদে’ পাবনার বিভিন্ন সড়কে তারা এ বিক্ষোভ করেন।
নোয়াখালী ও খুলনায় দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শালগাড়ীয়ার মালিগলি স্কুলের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায়

এ সময় পাবনা সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ , বুলবুল কলেজ ছাত্রলীগ, এডওয়ার্ড কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ মার্চ রোববার নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীরা রাকিবসহ কয়েকজন ছাত্রলীগ নেতার ওপর হামলা চালায়। এতে রাকিব নিহত হন। আহত হন হাবিব, রনি ও মনু। এছাড়াও খুলনার কয়রায় ছাত্রলীগ নেতা হাদীউজ্জামান রাসেলের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে ওই ছাত্রলীগ নেতা নিহত হন। ছাত্রলীগের ওই দুই নেতার হত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী  বিক্ষোভ করে  নেতাকর্মীরা।