রাজশাহীতে নেসকোর কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অধীনস্থ মিটার রিডার ও বিল বিতরণকারী অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছে। (৩ মার্চ) মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রাজশাহী মহানগরীর হেতেমখায় অবস্থিত নর্দান ইলেকট্রিক সাপ্লাই নেস্কো এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এবং দীর্ঘদিন ধরেই মিটার পাঠক ও বিল বিতরনকারী কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে মানববন্ধন করে আসছে তারা। এসময় আন্দোলনরত কর্মচারীরা জানান,প্রায় ১৫-২০ বছর যাবত রাজশাহী ও রংপুর বিভাগের সাত শতাধিক কর্মচারী মিটার রিডার ও বিল বিতরণকারী হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু নেসকো কোম্পানি দায়িত্ব নেয়ার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা না করে উল্টো প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রক্রিয়া করায় চাকরির অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবং অস্থায়ী কাজ করে সামান্য কিছু অর্থ পাওয়া যায়। এই অর্থে সংসার চালানো দায় হয়ে পড়েছে এ জন্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ জরুরী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিতে রাজশাহী ও রংপুর বিভাগের মিটার পার্থক্য বিল বিতরনকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেসকো অফিসের সামনে আন্দোলন চলছে।