বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ॥ বীরগঞ্জে রোগীদের উপর ঔষুধ ব্যবসায়ীদের নিরব চাঁদাবাজী প্রশাসনের দৃষ্টি দাবি করেছে রোগিরা।
অভিযোগ সুত্রে জানা গেছে, রোগিদের প্রতিটি ঔষুধ কেনার সময় ১০ পার্সেন্ট থেকে ৩০ পার্সেন্ট পর্যন্ত প্রকার ভেদে কোম্পানী রোগিদের জন্য মূল্য ছার দিয়ে আসছে। কিন্তু গুটি কয়েক দুর্নীতিবাজ ঔষুধ ব্যবসায়ী দোকানে ব্যানার ঝুলিয়ে দিয়ে এমআরপি বাস্তবায়নের দোহাই দিয়ে একটি সমিতির গঠন করেছে। তারা সমিতির নাম করে প্রতি ১০০ টাকার ঔষুধে ১০ পার্সেন্ট থেকে ৩০ পার্সেন্ট পর্যন্ত অথাৎ ১০০-৩০০/-টাকা অতিরিক্ত চাঁদা আদায় করছে। রোগিরা প্রতিবাদ করলে তারা কোন কথাই শোনেন না বরং তারা বলেন
কম নিলে সমিতি নাকি ৫ হাজার টাকা জরিমানা আদায় করবে।
বীরগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সাধারন সম্পাদক আবুসামা মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে জানান দত্ত মার্কেটের
সিড়ির রুমে জনৈক ঔষুধ ব্যবসায়ীর দোকানে ম্যাকসুলিন নামক ঔষুধ কিনতে ৯৫/-
টাকার ঔষুধে ২৫/-টাকা অতিরিক্ত আদায় করেছে। তিনি দুঃখ্য করে বলেছেন প্রশাসনের
দেখার দায়িত্ব থাকলেও দেখছেন না কেন ? বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি
মোঃ আবেদ আলী জানান, ১টি ইটোরেক্স টেবলেট ১১/-টাকার স্থলে ১২/-আদায়, বিকোজিন
৭০/-টাকার স্থলে ৯০/-টাকা জোর পূর্বক আদায় করেছে করেছে। প্রশ্ন হলো কোম্পানীর
দেয়া ছার তারা কেন আদায় করবে ?
উল্লেখ্য, বীরগঞ্জ-কাহারোলে হাজার হাজার ঔষুধ ব্যবসয়ী থাকলেও কয়েকজন দুর্নীতিবাজ
ঔষুধ ব্যবসায়ী মিলে একটি কমিটি গঠনের নামে নিরব চাঁদাবাজি শুরু করেছে ফলে
হাজার হাজার রোগিদের কাছে তারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজী করছে।
সচেতন নাগরিক ও সাংবাদিক বলছেন প্রশাসনের আশু হস্তক্ষেপে অবিলম্বে এমআরপি
বাস্তবায়ন কমিটির নেতাদের গ্রেফতার ও তাদের চাঁদাবাজ সমিতি বাতিল করে কোম্পানীর
দেয়া এমআরপি রোগিদের কাছে ফিরিয়ে দিতে হবে।