দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবীতে অবস্থান কর্মসূচী পালন

নেত্রকোনার দুর্গাপুরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে নিরাপদ সড়কের দাবীতে এক অবস্থান,সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয় রবিবার।
উপজেলার প্রেসক্লাব মোড়েছাত্র,যুব,ব্যাবসায়ী,কৃষক ও সুশীল সমাজের সর্বস্তরের জনগনের অংশগ্রহনে উক্ত কর্মসূচীতে আলোচনা করেন, সিনিঃ
আইনজীবি এডভোকেট আঃ গনী, বামনেতা আলকাছ উদ্দিন মীর,শিক্ষক মাসুমবিল্লাহ অভি, প্রজন্ম ৭১ এর উপজেলা সম্পাদক সাংবাদিক অলি
হাসান,কৃষক মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমিটির সভাপতি আনিসুল হক সুমন, ছাত্র সোহাগ তালুকদার, কবি ও লেখক মাহমুদুল হাসান শাওন, লোকান্ত শাওন,ব্যাবসায়ী দিবস সাহা প্রমুখ। বক্তারা বলেন, যতদিন পর্যন্ত
নি¤œলিখিত দাবীদাবা পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের চলমান কর্মসূচী অব্যাহত থাকবে। কর্মসূচীতে নি¤œলিখিত দাবী সমুহ তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন,
দুর্গাপুরে সব ধরনের বাস, ট্রাক ,লড়ি, সহ বালুবাহিত যন্ত্রযান এর উপযুক্ত কাগজ ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছাড়া যান চলাচল বন্ধকরতে হবে, সকল
যানবাহন সকাল ৮.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত চলাচল বন্ধ রাখতে
হবে, এ পর্যন্ত যতজন দুর্গাপুর উপজেলা সীমানায় গাড়ি দুর্ঘটনায় নিহত এবং আহত হয়েছে সকলকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে, ভিজা বালু ও অতিরিক্ত বালুবহন বন্ধ করতে হবে,বাজারে ও রাস্তার উপর গাড়ি পার্ক করে বালু ও মালামাল উঠানামা বন্ধ করতে হবে ।
উল্লেখ্য যে, গত শনিবার রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিস্কা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী দুর্গাপুর উপজেলা
থেকে পিকনিক করে বাড়ী ফেরার পথে শান্তিপুর নামক স্থানে বালুবাহী ট্রাকের সহিত শিক্ষার্থীদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও আনুমানিক ২৫জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচী।