পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে আজ ২৬ ফেব্র“য়ারী সকাল ৯টা থেকে পূর্ণ দিবস একটানা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে বাকাসস মৌলভীবাজার জেলা শাখার নেতৃীবৃন্দরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামী ২৭ ফেব্র“য়ারী পর্যন্ত সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ৫টা পর্যন্ত সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি চলবে। তাদের লাগাতার এ কর্মবিরতির ফলে জেলার দুরদুরান্ত থেকে আসা সেবা গ্রহিতারা পড়ছেন চরম বিপাকে। চলমান কার্যক্রমে চলছে ধীরগতি। মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত গ্রেড ১৩ হতে ১৬ ভুক্ত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবী। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) এ.কে সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ন সাধারণ সম্পাদক তপন কান্তি ধর, সহ-সাধারণ সম্পাদক কমল পদ দে, পাঠাগার সম্পাদক মোঃ আবুল কাশেম, ধর্মীয় সম্পাদক মোঃ আব্দুর রব, নির্বাহী সদস্য মোঃ বাদশা মিয়া, নিরেন্দ্র কুমার দেবনাথ, এম.এ কাওছার, সুব্রত ধর, জহির উদ্দিন, সালমান বখসসহ জেলা শাখার নেতিৃবৃন্দ। বক্তারা বলেন- সকল যোগ্যতা থাকার পরও চাকুরী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে কাজ করছেন মাঠ প্রশাসনের হাজার হাজার কর্মচারী। বঞ্চনার এই কষ্ট নিয়ে ৭০ শতাংশ কর্মচারী কোন প্রকার পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন আগামী ৩১ মে। এই বৈষম্যের অবসান চেয়ে প্রায় ২ দশক ধরে নানান ভাবে আন্দোলন ও সংগ্রাম চলছে। সকল সুপারিশসহ দাবী বাস্তবায়নে কাজ করছে না জনপ্রশাসন মন্ত্রণালয়। অথচ, মাঠ পর্যায়ে অন্যান্য দপ্তরে পদবী এবং গ্রেডও পরিবর্তন হয়েছে।