কিশোরগঞ্জ এলজিইডি অফিসে সাধারণ
ঠিকাদাররা সন্ত্রাসী সিকান্দর বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। লিখিত অভিযোগ
ও গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন খালেদ সাইফুল্লাহ সাফায়েত (ঠিকাদার)। তিনি আরও দাবী করেন কিশোরগঞ্জ
এলজিইডি ভবনের পাশে তাদের বাসাবাড়ি হওয়ার কারণে জোর পূর্বক বিভিন্ন সময়ে অবৈধ সুযোগ নেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী সিকান্দার, লিটু, চঞ্চল গংরা। তারা বিভিন্ন ঠিকাদারদে নিকট থেকে তাদের চাহিদামত মোটা অংকের টাকা না পেলে
এলজিইডি এলাকায় প্রবেশ নিষেধ করে দেন ও তাদের অফিসে এনে মারধর ও আটক করে লাখ লাখ টাকা করা হয় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ময়মনসিংহ সদর এলাকার মেসার্স মহিবুল হক গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, কিশোরগঞ্জ পুলিশ সুপার, কোম্পানী কমান্ডার র্যাব- ১৪ এর নিকট উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়
তারা বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল দিয়ে তার নিকট ১৫ লাখ টাকা দাবী করেছেন।
অন্যথায় এলজিইডি এলাকায় আসলে তাদের গুলি করে হত্যা করা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে নিকলী, হোসেনপুর ও কিশোরগঞ্জের আরও ভূক্তভোগী ঠিকাদাররা উপস্থিত ছিলেন। তাদের দাবী সন্ত্রাসী সিকান্দর, লিটু, চঞ্চলদের বিরুদ্ধে
থানায় একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।