দিনাজপুরের চিরিরবন্দরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফার্মেসিতে রাখার অভিযোগে এক
দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী
অফিসার আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
মো.মেজবাউল করিম ও চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার রায়।
ইউএনও আয়েশা সিদ্দীকা জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে
ঘটনার সত্যতা পেয়ে চিরিরবন্দর স্টেশন রোড মা ফার্মেসিকে ৩০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। অন্য মালিকদের সতর্ক করা হয়েছে। তিনি জানান, এ
অভিযান অব্যাহত থাকবে।