পাবনার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাছাই কার্যক্রম শুরু

পাবনা আটঘোরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাছাই কার্যক্রম
মঙ্গলবার (২৫’ ফেব্রয়ারি) সকাল ১১টায় শুরু করা হয়।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ভাতা
বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা
অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীর। তিনি লক্ষীপুর
ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে উপস্থিত হওয়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের
কাগজপত্র যাচাই বাছাই পূর্বক প্রকৃত ভাতা প্রাপ্তির জন্য উপযুক্ত ব্যাক্তিদের
নির্বাচন করেন।
চলমান ভাতা কার্যক্রমের সঙ্গে ৪১৪জন বয়স্ক, ৪০৮জন বিধবা এবং ১১৪০জন
প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজ
সেবা অফিসার হাফিজ আহমেদ, আটঘোরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার
ইসমত জেরিন, আটঘোরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল
ইসলাম মুকুল, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।