সুন্দরগঞ্জে আদর্শ পাট চাষী প্রশিক্ষণ



গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদর্শ পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে সোমবার সুন্দরগঞ্জ ডি ডবিøউ সরকারী কলেজ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রোগ্রামার আমিনুল ইসলাম, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মকবুল হোসেন সরকার, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম বীর প্রমূখ। প্রশিক্ষণে ১০০ জন পাট চাষী অংশ গ্রহণ করে।