মৌলভীবাজারে কারিগরি প্রশিক্ষণে ট্রেনিং নিয়ে দুবাই যাচ্ছেন ৯জন, জাপানে ৪জন

                        

মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীণে মাতারকাপনে প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এলাকার বেকার জনগষ্ঠি। কেন্দ্র হতে ট্রেনিং নিয়ে দুবাই যাওয়ার সুযোগ পাচ্ছেন ৯জন প্রশিক্ষণার্থী এবং সরকারী ভাবে জাপান যাওয়ার সুযোগ পাচ্ছেন ৪জন প্রশিক্ষণার্থী। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ জানান- ৬মাস মেয়াদী বিভিন্ন ট্রেড কোর্সের পাশাপাশি এখানে সরকারের অর্থ মন্ত্রণালয়ের ঝঊওচ এর অর্থায়নে পরিচালিত হচ্ছে ৪মাস মেয়াদী ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স। এখন পর্যন্ত ঞৎধহপযব-১ এ মোট ৬টি ব্যাচে ১শত ১২জন প্রশিক্ষণার্থী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং সেই সাথে ইংরেজী ও আরবী ভাষা ও শিখছেন। বিগত ৪টি ব্যাচে ৭২জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৬ জন প্রশিক্ষণার্থী সফল ভাবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। এখন সুযোগ এসেছে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ে বিদেশে যাওয়ার। চলতি মাসে ঢাকায় বি-কেটিটিসিতে অনুষ্ঠিত দুবাই ট্যাক্সি কর্পোরেশন এর জন্য ড্রাইভার নির্বাচনী পরীক্ষায় মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে ৯জন প্রশিক্ষণার্থী সফলতার সাহিত উর্ত্তীন হয়েছেন। তাদের মধ্যে অন্যতম মোঃ আতিকুল ইসলাম, মোঃ আবুল কাসেম আসাদ, রাজু আহমেদ, মোঃ তারেক আহমেদ, মইন উদ্দীন, মোঃ ইফরান আহমেদ, রেজাউল হক ভ‚ইয়া, আশরাফ বক্ত ও শেখ রেহান উদ্দীন। তারা সরকার নির্ধারিত দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অভিবাসন ব্যয়ে দুবাই যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি এ টিটিসি হতে জাপানী ভাষা প্রশিক্ষণ নিয়ে ওগ ঔধঢ়ধহ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ৪জন প্রশিক্ষণার্থী বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপান যাওয়ার সুযোগ পাচ্ছেন। জাপান- ২০২৫খ্রিঃ সালের মধ্যে ১৪টি সেক্টরে বাংলাদেশসহ ৯টি দেশহতে ৩,৪০,০০০জন দক্ষ কর্মী নিয়োগ করবে। ফলে ভবিষ্যতে আরো প্রশিক্ষণার্থীদের জাপান যাওয়ার সুযোগ তৈরী হবে। এর পাশাপাশি মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬মাস মেয়াদী গার্মেন্টস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল ও কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিচ্ছেন বহু বেকার যুবক যুবতী। তারা প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন আমার নেতৃত্বে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচাবৃন্দ দক্ষ জনগষ্ঠি তৈরীতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।