মানবজীবনের একমাত্র ব্রত হলো সেবা। মানবহৃদয়ের সব তৃপ্তি, সুখ ও সাফল্য সেবার মধ্যেই নিহিত। সেবার মূলমন্ত্র নিয়ে ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউন সি দ্বীপে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়ায়ের অব গিলওয়ের হাতধরে গড়ে উঠেছিল স্কাউট আন্দোলন। মাত্র ২০ জন কিশোর নিয়ে প্রথম যাত্রা শুরু
হয়েছিল। আজ বিশ্বেও ১৬৯টি দেশে স্বীকৃতভাবে ৪০ মিলিয়নের অধিক স্কাউট রয়েছে, যারা বিশ্বের আনাচে-কানাচে
নিরলসভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত।
স্কাউটের রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়ে’র ১৬৩ তম জন্ম বার্ষিকী পালিত উপলক্ষ্যে পাবনার চাটমোহরে বাংলাদেশ স্কাউট চাটমোহর শাখার আয়োজনে ২২
ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী উপজেলা ভাতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে
উদযাপিত হয়েছে ১৬৩ তম জন্মবার্ষিকী (বিপি )দিবস।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন, চাটমোহর উপজেলা স্কাউট সম্পাদক মো. আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউট চাটমোহর উপজেলার তাপস রঞ্জন তলাপাত্র, উপজেলার স্কাউট লিডার
মো. মোক্তার হোসেন, উপজেলা কাবলিডার মো. শহিদুল্লাহ প্রমূখ।
স্কাউটের রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়ে’র ১৬৩ তম জন্ম বার্ষিকী (বিপি) দিবসের তাৎপর্য
বর্ণাসহ সমগ্রহ প্রোগ্রাম সক্রিয়ভাবে পরিচালা করেন, বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার গার্ল-ইন-স্কাউটিং সাঈদা সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিটলিডার বেজপাড়া সপ্রাবি’র সহকারি শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। উক্ত বিপি দিবসে
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষরা উপস্থিত ছিলেন এবং ৫টি গার্ল-ইন- স্কাউটকাব ইউনিটলিডারসহ ২৯টি ইউনিটের প্রায় ২শত কাব স্কাউট উপস্থিত ছিলো। ডিসপ্লেসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিটলিডাররা।
বক্তরা বক্তব্যে বলেন, চলতি বছরে উপজেলা স্কাউট সমাবেশ ও
কাবক্যম্পুরীর আয়োজনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো এবং আরো বলেন, এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের
জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো সুন্দর কর্মসূচিগ্রহনের আহবান করেন