শহীদ দিবস উপলক্ষ্যে চাটমোহর সাংস্কৃতিক একাডেমীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে চাটমোহর সাংস্কৃতিক একাডেমির আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রোজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যম ও একুশে গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় দলীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা এছাড়া গান পরিবেশন করেন, এস এম আলী আহম্মেদ, লিটন শেখ, রেবেকা শিরিন সম্পা, সিদ্দক মিলন, জিয়াউর রহমান জিয়া,মামুন,সাকিব,মনি হোসেন মাউত অর্গান বাজিয়ে শুনান পঙ্কজ সরকার, কবিতা আবৃত্তি করেন, আলগীর মোহাম্মদ, মিলন রব।
এসময় সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ইকবাল কবীর রনজু, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব হাসান লিটু।