চাটমোহরে স্বপ্ন কর্ষক ও বিভেদ নয় নাটক প্রদর্শন

“হয়নি জয় যুদ্ধরত,মঞ্চে যুদ্ধ অবিরত” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এ স্লোগানে পাবনার চাটমোহরের মূলগ্রামে চিকনাই থিয়েটারের আয়োজনে চিকনাই উচ্চবিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী ১২তম নাট্য উৎসব এর দ্বিতীয় দিন শনিবার স্বপ্ন কর্ষক ও বিভেদ নয় নাটক প্রদর্শন হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয় এ অনুষ্ঠান। বিকেল চিকনাই থিয়েটার পরিবেশন করে নাট্যকার আব্দুস ছালাম রচিত ও নির্দেশিত নাটক “স্বপ্ন কর্ষক” এবং তীর্থক নাটক রাজশাহী বিশ্ববিদ্যালয় দল সুব্রত মুখোপাধ্যায় রচিত এবং মামুনুর রশীদ নির্দেশিত “বিভেদ নয়” নাটক পরিবেশন করে। এছাড়া নাচ, গান, আবৃতি, একক অভিনয় অলোচনা সভা ও ওম্বর আলী বয়াতী ও তার দলের পরিবেশনায় জাড়িগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, চিকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান এবং চিকনাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস সোবাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শত শত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।