বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবন্দনা অনুষ্ঠান

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির
ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবন্দনা
অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় মেয়র চত্বরে মুজিববর্ষ
উদযাপন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আয়োজিত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক মলি-কা দে। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী,
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য
রাখেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সলমান আলী, আব্দুল মতিন, খালেদ চৌধুরী,
অপূর্ব কান্তি ধর, এইচ এম. সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন-
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানে
জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। জেলা শিল্পকলা
একাডেমির পাশাপাশি শিশু একাডেমি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সপ্তস্বর
সঙ্গীত বিদ্যাপীঠ, মঈনউদ্দীন একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান
পরিচালনায় ছিলেন- সুপ্রিয়া মিশ্র, রুবিনা মাহমুদ, সমীরণ চক্রবর্তী, প্রসাদ
দাস, নাজিয়া আক্তার, দ্বীপ দত্ত। সঞ্চালনায় ছিলেন- সুশিপ্তা দাশ এবং সমন্বয়ে
ছিলেন- কালচারাল অফিসার জ্যোতি সিনহা। আয়োজকরা জানান- চিত্রাঙ্কন
প্রতিযোগিতার সার্টিফিকেট ও পুরস্কার আগামী ২১ ফেব্রুয়ারী বিতরণ করা
হবে।