শার্শার দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২০

ইয়ানূর রহমান : যশোরের শার্শার কুচেমোড়ায় শিক্ষা সফরে যাওয়া বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বুধবার(১৯ ফেব্রুয়ারী)সকাল ৮ টার দিকে নাভরণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালিতে এ দুর্ঘটনা ঘটে।
নাভারণ হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহত চালককে যশোর মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় যাত্রীবাহী  বাসের চালক নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) সুকদেব রায় বলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা বি বি আর এন এস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী শিক্ষা সফরে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী  বাসের সাথে শিক্ষা সফরে যাওয়া বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 
এতে ঘটনাস্থলেই যাত্রী জাহাংগীর হোসেন (৬১) মৃত্যু হয়। এ ঘটনায় শিক্ষা সফরে যাওয়া বাসের শিক্ষক শিক্ষার্থীসহ ২০ জন আহত হন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। 
খবর পেয়ে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্রুত ঘটনাস্থলে আসেন ও আহতদের খোজখবর নেন।#