কলমাকান্দায় ভারতীয় সেই ৫০ গরু সাড়ে ২৮ লাখ টাকায় নিলামে বিক্রি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত সেই ৫০টি ভারতীয় গরু প্রায় সাড়ে
২৮লাখ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বিজ্ঞ
আদালতের আদেশে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে গরুগুলো বিক্রি করা হয়। এ নিলাম ডাক
বিকাল ৫ টায় শুরু হয়ে রাত সাড়ে ৮ টায় সম্পন্ন হয়। এ ডাকে ২৬ জন অংশগ্রহণ
করেন।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, ২৬ জনের মধ্যে সর্বোচ্চ
দরদাতা ৭ জনের কাছে ২৮ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় ৫০টি ভারতীয় গরু বিক্রি করা
হয়েছে। এ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেয়া হবে। এ সময়
উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা, দুর্গাপুর
সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
উল্লেখ্য, গত বুধবার দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন
নেলী কলমাকান্দা থানায় আসার পথে উপজেলার রাজনগর এলাকা থেকে চোরাইভাবে
আসা ৫১টি ভারতীয় গরু দেখতে পেয়ে আটক করেন। এ সময় কাউকে আটক করা
সম্ভব হয়নি। পরে আটককৃত গরুগুলো পুলিশ হেফাজতে রাখা হয়। সোমবার রাতে
৫১টি গরুর মধ্যে একটি গরু মারা যায়।
ছবি পরিচিতি ঃ নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ৫০ গরু নিলামে বিক্রি।