তুচ্ছ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে মারামারি, নারীর মৃত্যু

শিশুদের মলমূত্র ত্যাগ করা নিয়ে প্রতিবেশীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই নারী , কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প নং-২৪) তুচ্ছ ঘটনার জেরে মারামারির ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়।

নিহত নূর নাহার (৪০) ওই ক্যাম্পের বি ব্লকের নূর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাতে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, সকালে শিশুদের মলমূত্র ত্যাগ করা নিয়ে প্রতিবেশী ফেরদৌসি, আল মরিজানের সাথে নূর নাহারের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দু’জন নূর নাহারকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।