করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের উচাং হাসপাতালের পরিচালক ছিলেন তিনি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে উহানের একটি হাসপাতালের পরিচালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয় বলে বার্তা সংস্থা এএফপি’র একটি প্রতিবেদনে বলা হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি’র খবরে বলা হয়, লিউ ঝিমিং নামের ওই চিকিৎসক উহানের উচাং হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে পড়েন তিনি। তাকে বাঁচিয়ে রাখার জোর চেষ্টা চালানো হলেও মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সারাবিশ্বকে প্রথম সতর্কবার্তা দেওয়া চিকিৎসক জীবনঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ ভাইরাসে আক্রান্ত এক হাজার ৭১৬ জন হাসপাতাল কর্মীর মধ্যে আরো কমপক্ষে ছয় জন মারা গেছে।
এদিকে মঙ্গলবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে।