বঙ্গবন্ধু কোন দলের নয় ১৬ কোটি মানুষের — জেলা প্রশাসক কবীর মাহমুদ

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন-মুজিব উপলক্ষে পরিচন্ন পাবনা-পরিছন্ন ভাবনার উদ্বোধন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।এমপি প্রিন্স মুজিব বর্ষ উপলক্ষে পরিছন্ন পাবনা করতে সকল সহযোগীতা করবেন। পাবনায় বঙ্গবন্ধুর ছবি ছাড়া কোন বিল বোর্ড, পোষ্টার থাকবে না। পাবনা জেলা আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল সার্বিক সহযোগীতা করবে। বঙ্গবন্ধু কোন দলের নয় ১৬ কোটি মানুষের। নিজের দায়িত্ববোধ থেকেই জাতির জনকের শ্রদ্ধা করতে হবে।
রবিবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভাসুত্রে জানাযায়- জেলার সকল ওয়েব পোর্টাল আপডেড করতে হবে। পুকুর পার খায় এমন মাছ রাস্তার পাশের পুকুরে চাষ করা যাবে না। রাস্তার ক্ষতি হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ১৮ ফেব্রুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে মিটিং হবে। ভাতাভোগীদের উন্মুক্ত তালিকা প্রকাশ করা হবে এবং ভাতাভোগীদের বিদুৎ সংযোগ ও সংযোগ উপাদান বিনামুল্যে দেয়া হবে।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল, অতিরিক্ত পুলিশ খন্দকার আরাফাত লেলিন, অতিরিক্ত জেলা প্রসাশক শাহেদ পারভেজ, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম স্বাপন চেšধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা মোসলেম উদ্দিন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. ফরহাদ হোেসেন, আটঘোরিয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন প্রমুখ ।