মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জুড়ীতে অবাধে চলছে টিলা কাটার মহোৎসব।
অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ৪ ইউনিয়নের ১১ গ্রামে প্রায় ২৫টি
ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা ২শতাধিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা
ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। জানা গেছে, উপজেলা
সদর জায়ফরনগর ইউনিয়নের মোহাম্মদ নগর, মনতৈল, চম্পকলতা, কালীনগর গ্রামে
খান বাহাদুর ওয়াক্ফ এস্টেট ও সরকারি খাস জমির অন্তর্ভুক্ত উঁচু টিলাগুলো, পশ্চিম
জুড়ী ইউনিয়নের বাছিরপুর, কৃষ্ণনগর, আমতৈল, গোয়ালবাড়ি ইউনিয়নের
জামকান্দি, কচুরগুল, লাঠিটিলা, সাগরনাল ইউনিয়নের হাফিজি দক্ষিণ বড়ডহর
গ্রামে দীর্ঘদিন ধরে একটি ভূমিখেকো চক্র অবাধে টিলা কেটে মাটি বিক্রি