কমলগঞ্জে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় মামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)
রুহিন মিয়া (২২) ট্রাকের চাপায় নিহতের ঘটনায় ৫জনের নাম উলে-খ করে
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ( নং- সিআর-৮০/২০( কমল)
দায়ের করেছেন নিহতের পিতা নানু মিয়া। মামলার বাদী অবৈধভাবে বালু উত্তোলনে
বাধা প্রদানকে কেন্দ্র করে পুর্বপরিকল্পিত ভাবে রুহিনকে হত্যার অভিযোগ করে
একই উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের হাজী আব্দুল মন্নানের পুত্র মেসার্স
হোসনে আরা এন্টারপ্রাইজ এর প্রোঃ আবুল বশর জিল্লুল (৩৫), ৩নং মুন্সিবাজার
ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হরিপদ রায়ের পুত্র অলক রায় (৩৮), ২ নং পতনঊষার
ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামের মৃত নামদার আলীর পুত্র এমদাদুর
রহমান (৩৭), রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র বাবর
আহমদ (৩৮), রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের জাবেদ উল্লাহর পুত্র শামছুল
ইসলাম (৪৬) আসামী করে মামলা করেন। জানা গেছে- গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায়
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের ১৫ নং সেকশনের
মুন্সিবাজার- ভৈরবগঞ্জ বাজার সড়কে, বেপরোয়া গতির বালু বুঝাই ট্রাকের
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুহিন মিয়া (২২)। বালুর ট্রাকটি
হুসনেরা এন্ট্রারপ্রাইজের লিজকৃত বালু মহাল থেকে বালু নিয়ে ভৈরবগঞ্জ
বাজারের দিকে যাচ্ছিল। কর্মস্থল থেকে কাজ শেষে বাইসাইকেল যোগে শ্রমিকরা
বাড়ী ফেরার পথে এঘটনাটি ঘটে। এ সময় রুহিনের পিছনে বাইসাইকেল নিয়ে
আসা অপর ২ নির্মাণ শ্রমিক সড়ক থেকে পার্শ্ববর্তী খাদে পড়ে নিজেদের জীবন
বাঁচান। এঘটনায় ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সিবাজার-
ভৈরবগঞ্জ বাজার সড়ক অবরোধ করে জেলা ও কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক
নেতৃবৃন্দ।