শীতের রুক্ষতাকে পেছনে ফেলে রঙিন সাজে ঋতুরাজ বসন্ত আসে প্রকৃতিকে বর্ণিল রঙে রাঙাতে।গাছে গাছে নতুন পাতা আর রঙিন ফুলের সুবাসে নেচে উঠে চারপাশ।সবার প্রিয় এই লাবণ্যময়ী বসন্তকে বরণ করতে চিরায়ত বাঙালি সমাজের মানুষ নানা আয়োজনে উৎসব মুখর করে তোলে।
সারাদেশের মত শাহজাদপুরও থেমে নেই বসন্তকে স্বাগত জানাতে।গতকাল শাহজাদপুর রংধনু মডেল স্কুল এণ্ড কলেজ এর আয়োজনে রংধনু ক্যাম্পসে শুরু হয় বসন্ত বরণ উৎসব।ভোর ৭ঃ৩০ টা থেকে যমুনা টেলিভিশ, ৭১ টিভি এবং এনটিভি সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করে।অনুষ্ঠানে মনমাতানো নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুনামধন্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় শহিদুল ইসলাম শাহীন। হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠে বসন্ত বরণ অনুষ্ঠান।উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন।