সুইডেনে বয়স্ক স্কুলে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৫

সুইডেনে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো এলাকার রিসবার্গস্কা স্কুলে গুলির এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে।

এক বিবৃতিতে সুইডিশ পুলিশ বলেছে, ‘এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র অপরাধ হিসেবে দেখা হচ্ছে।’ আহতদের চারজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং একজন গুরুতর আহত রয়েছেন।

সুইডিশ সংবাদমাধ্যম টিভি৪ নিউজ এবং সংবাদ সংস্থা টিটি অনুসারে, অপরাধী নিজেকে নিজে গুলি করে মারা গেছে। তবে পুলিশ হামলাকারীর নিহতের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি কিংবা আহত পাঁচজনের মধ্যে হামলাকারীও আছে কি না তা জানায়নি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

স্থানীয় উদ্ধার পরিষেবা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।

ওরেব্রো অঞ্চলের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আমরা চারজন আহত ব্যক্তিকে পেয়েছি। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আহতদের ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলেছে, হামলাকারীর লক্ষ্যবস্তু হওয়া স্কুলটির শিক্ষার্থীদের কক্ষে রাখা হয়েছে। আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও নিরাপত্তা স্বার্থে ভবনের ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডেনের বিচারবিষয়ক মন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, ওরেব্রোতে সহিংস হামলার ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। সরকার পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে।