এনামুল হক টগর
আমি গভীর আঁধার পেরিয়ে বন্ধুর কাছে ফিরে যেতে চাই নিরিবিলি বিমগ্ন অন্তর!
আমার প্রেমের গভীরে তোমার প্রদীপের উৎস আমি গোলাপ কাঁটা তুমি প্রেম সৌরভ!
আমাকে অবিচ্ছেদ্য করে রেখেছো বন্ধু তোমার গভীর ভালোবাসার চৈতন্যে বন্ধন!
আমি মনোযোগ দিয়ে হৃদয়ের সুজনকে স্মরণ করি বিদগ্ধ নয়নে অতীন্দ্রিয় আহবান।
তোমার আলোকপ্রাপ্ত গুপ্তধন দিয়ে আমাকে ছুঁয়ে দাও অনাদি অনন্ত নূরে অক্ষয়!
আমার নিজ বাড়ির জমিনে তোমার মহা-চেতনা খেলা করে বিপুল বাসনায়!
পথের পথিক আমি হাঁটতে হাঁটতে একদিন বন্ধুকে খুঁজে পাবো আপন হিয়ায়।
দেহ থেকে তুমি যদি চলে যাও তবে সব যাত্রা বিফল আশার স্বপ্নগুলো দ্বিধাগ্ৰস্থ সংশয়!
এই বেদনাবিধুর হৃদয়ে তুমি অনির্বাণ শিখার মহাকেন্দ্রবিন্দু আমি রহস্যের নিগূঢ় জাত!
তোমার এক বচন থেকে বহুবচন রূপ রস জনে পুনরায় আবার এক বচনে গোপন সত্তা।
তুমি সাথে থাকলে হৃদয়টা কানায় কানায় ভরে যায় দীপ্ত আলোর ছটায় পুষ্প ফাগুন।
তুমি এক প্রদীপ থেকে লক্ষ কোটি প্রদীপে শিখা জ্বালাও অলৌকিক ঐশ্বরিক গুপ্তজ্ঞান!
মহাকাল একই রংয়ে পরষ্পর সিলসিলায় গতিশাল অবয়ব প্রতিভাস অনুরূপ আয়না!
তুমি সাথে না থাকলে বিষণ্ণ বিপন্ন এক কঠিন আঁধার আমাকে ঘিরে ধরে ব্যথার দহন!
তুমি প্রেম দিলে আমি জ্ঞানের মতি আদম প্রতিচ্ছবি দীপ্তিময় প্রতিভাস শান্তির দূত!
তুমি সাড়া দিলে আমি নিজ দেহ ভেঙে কদমের ধূলিকণা হবো যৌবন বিসর্জন বসন্ত।
০৪/০২/২০২৫