ইবিতে “নাদানের বিয়ে” নাটক মঞ্চস্থ

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ক্যাম্পাসে নবীন বৈজয়ন্তী উৎসব আয়োজন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার‘ (বিথি)। এতে মুখ্য পরিবেশনা হিসেবে সামাজিক সচেতনতামূলক নাটিকা “নাদানের বিয়ে” নাটক মঞ্চায়ন করা হয়। এছাড়াও নাচ, গান, কবিতা, কৌতুক পরিবশেন করেন থিয়েটারের সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ক্যাম্পাসস্থ বাংলা মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনা ও সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাদানের বিয়ে নাটীকাটিতে বাল্য বিবাহের কুফল, নারী নির্যাতন ও গ্রাম্য অপচিকিৎসার দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমানের সার্বিক তত্ত¡াবধায়নে নাটীকাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বদরুল পিয়াস, নিশাত আনজুম, তন্ময় সেন, মুঈদ হাসান, রেজওয়ান আহমেদ, আব্দুল মমিন নাহিদ, তাজনিয়া লাবণ্য, ফাহিম ফয়সাল এবং কামরুল সুজন প্রমুখ। এছাড়াও অন্যান্য পরিবেশনায় অংশ নেয় মোনালিসা মুনা, কুলসুম আক্তার, বীরেশ জয়, আকাশ, কৌশিক প্রমুখ।

সংগঠনটির সহ-সভাপতি রুমি নোমানের সঞ্চালনায় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী, বিথির উপদেষ্টা ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা গাওছুল আজম রিন্টু প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক‘শ শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।