দেশের শীর্ষস্থানীয় খাদ্যপন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের বার্ষিক বিক্রয় সম্মেলন

এস এম আলম, ১১ ফেব্রুয়ারি: পাবনার রতœদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের বার্ষিক বিক্রয় সম্মেলন। সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পরে তিনি কেক কেটে ২০১৯ সালের শতভাগ বিক্রয় লক্ষমাত্রা অর্জন সেলিব্রেট করেন এবং নতুন দুটি পন্য কোলেষ্টেরল মুক্ত রাধুনী সান ফ্লাওয়ার ওয়েল এবং শতভাগ ফলের জুস আরামের সাথে বিক্রয় কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।সম্মেলনে বক্তব্য দেন কো¤পানীর সিইও পারভেজ সাইফুল ইসলাম, ফাইন্যান্স এন্ড এ্যাকাউন্টস বিভাগের পরিচালক গোলাম কিবরিয়া, হেড অব সেলস এন্ড ডিস্ট্রিবিউশন নাইমুল হাসান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ ও হেড অব এইচআর আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মমকর্তারা।সম্মেলনে অঞ্জন চৌধুরী বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিক্রয় কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন সততা আর নিষ্ঠার সাথে কাজ করলে আমাদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।তিনি বলেন স্কয়ার আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনামের সাথে পন্য বিপনন করছে।সম্মেলন শেষে স্কয়ার পারফরমার অব দ্যা ইয়ার-২০১৯ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।রাধুনী, রুচি, চাষী ও চপিস্টিকসহ সহ ৩০টি খাটি ও বিশ্বমানের পন্য বাজারজাত করে আসছে এ প্রতিষ্ঠান।