বীরগঞ্জে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডঃ মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহাম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এ্যাডঃ মোঃ হামিদুল ইসলাম, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আসগর আলী শাহ্, আলহাজ্ব আমিরুল ইসলাম, পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমন্ত চন্দ্র রায়, এ্যাড নুরল ইসলাম প্রতিষ্ঠাতা এ্যাডঃ হামিদুল ইসলামের মা-আছিয়া বেগম ও স্ত্রী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন। সর্বপরি ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিল্পিদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পরিচালনা পর্ষদ, উপদেষ্টা মন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা-কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।