চাটমোহরে ১৩ শিক্ষার্থী বহিষ্কার

চলতি এস.এস.সি(ভোক) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের ১১ শিক্ষার্থীসহ মোট ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ দিয়েছেন কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম।
৯ ফেব্রুয়ারী রবিবার চাটমোহর আর সিএন এন্ড বিএসএন পাইলট স্কুলের অধীনস্ত চাটমোহর সরকারী ডিগ্রী কলেজ ভেন্যু কেন্দ্রে গনিত-২ পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকরাম হোসেন জানান, চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের ১১ জন ও চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২ শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিস্কৃত হয়েছেন।