জনশুমারীতে তথ্য দিন, উন্নয়নে অংশ নিন, জনশুমারী আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারীতে সারাদেশে পরিচালিত হবে জনশুমারী ও গৃহগণনা। এই উপলক্ষে নাটোরে মতবিনিময় সভা করেছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক দিলীপ কুমারসহ গণমাধ্যম কর্মীরা। এসময় সচিব বলেন, সবশেষ ২০১১সালে বিবিএস কর্তৃক আদমশুমারীতে দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ। পরবর্তীতে আদমশুমারীকে জনশুমারী হিসেবে আইনে অন্তভুক্ত করা হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা পরিবীক্ষণ ও গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি গ্রহনে জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।