চীনে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তারা তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে এবং আরও তিনটি নগরীর প্রায় এক কোটি আশি লাখ মানুষকে এখন তাদের ঘরে থাকতে বলা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৫শ’ জনের মৃত্যু ঘটেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এখন চীন যা করছে, তাকে অনেকটা যুদ্ধপ্রস্তুতির সঙ্গেই তুলনা করা যায়। সাংহাই নগরী থেকে প্রায় ১০০ মাইল দূরের শহর হাংজুতে চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি আলিবাবার সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, আর মাথার ওপর চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান।
আলিবাবার এই ভবনটি বন্ধ করে দেয়া হয়েছে বলেই মনে হচ্ছে। হাংজুর ঐ এলাকায় একটি বাড়ি থেকে প্রতি দু’দিনে একজন মাত্র লোককে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে। একের পর এক নগরীতে লাখ লাখ মানুষকে তাদের ঘরে থাকতে বলা হচ্ছে, যাতে এই ভাইরাস আরও না ছড়ায়।
আরও তিনটি নগরীতে নতুন করে এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার আওতায় পড়েছে প্রায় এক কোটি আশি লাখ মানুষ।
যে উহান নগরী থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেখানে বড় বড় খেলার মাঠ এবং অনুষ্ঠানের জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে – যাতে অসুস্থদের চিকিৎসার জন্য আরও দশ হাজার শয্যার ব্যবস্থা করা যায়। খবর: বিবিসি বাংলা।