দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের সেউজগাড়ি তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের নিজস্ব আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সততা ষ্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান। উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে ছোট থেকেই সততার অভ্যাস করণের লক্ষ্যে দেশব্যাপী সততা ষ্টোর চালু করা হচ্ছে। যেখানে থাকবেনা কোন দোকানদার, দেখবেনা কে কি পণ্য নিলো? বিবেক এবং সততা দিয়ে নিজেরাই পরিচালনা করবে এই ষ্টোর। বর্তমান প্রজন্ম যদি দুর্নীতিমুক্ত মনোভাব নিয়ে বেড়ে উঠে তাহলেই আগামীর সমৃদ্ধ এবং শতভাগ স্বচ্ছ বাংলাদেশ গড়ে উঠবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর্ণকার জহুরুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী সরকার, দুদক বগুড়া কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুদীপ চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, সদর উপজেলা একাডেমীক সুপারভাইজার জিয়াউর রহমান, দৈনিক করতোয়ার চীফ রিপোর্টার মাসুদুর রহমান রানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য যথাক্রমে বাবুল আখতার রিপন এবং সাংবাদিক সঞ্জু রায়, ম্যানেজিং কমিটির সদস্য ইমরান হোসেন। সভা পরবর্তী বিদ্যালয়ের সততা সংঘের নেতৃবৃন্দ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং দুদকের লোগো সম্বলিত ছাতা বিতরণ করা হয়।