মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বড়লেখায় নিরীহ নারীকে নির্যাতন ও তাঁদের ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গল্লাসাংগণ গ্রামের নির্যাতিত নারী আখলিমা খাতুন। সিলেট বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান- আমার বাবার রেখে যাওয়া ১শত ৫৩ শতক ভূমি চাচাতো ভাই সেলিম গংরা জোর পূর্বক দখল করে আছে। স্থানীয় শালিস-বৈঠক কিছুই মানতে নারাজ। তিনি তার চাচাতো ভাইদের অমানবিক নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরে বলেন- স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাচ্ছিনা। সেলিম উদ্দিন ও তার ৩ ভাইয়েরা মিলে আমাকে সামাজিক ও আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ করেছেন। আমার বাবা আমি শিশু অবস্থায় মারা যান। এক পর্যায়ে আমার চাচা ও মারা যান। এ পূথীবিতে আমার আপন বলতে কেউ নেই। বাবার নামের উক্ত স্বত্ব আত্মসাৎ করার জন্য দখল করে তাদের নামে রেকর্ডও করেছে।