চলতি এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৫৯ জন। এরমধ্যে এসএসসি ১৩ জন, দাখিল ৩২ জন ও ভোকেশনাল ১৪ জন। গতকাল সোমবার পরীক্ষার প্রথম দিন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র কাঠগড়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭০৩ জন, অনুপস্থিত ০২ জন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৫৭৫ জন, অনুপস্থিত ০১ জন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫২২ জন, অনুপস্থিত ০৪ জন, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ে ৯৮৪ জন, অনুপস্থিত ০১ জন, ধর্মপুর ডিডি এম উচ্চ বিদ্যালয়ে ৬৫০ জন, অনুপস্থিত ০৩ জন, পাঁচগাছী শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ে ৩০২ জন, অনুপস্থিত ০২ জন, দাখিল পরীক্ষা কেন্দ্র ধুমাইটারী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় ৫৪৯ জন, অনুপস্থিত ১৯ জন, বোয়ালী দারুল উলুম ফাজিল মাদ্রাসায় ৪৮২ জন, অনুপস্থিত ১৩ জন, ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র এস.আই.ডি ভোকেশনাল ইন্সটিটিউট ১৯৪ জন, অনুপস্থিত ০৯ জন, এবং পাঁচগাছী শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) ১৪৩ জন, অনুপস্থিত ০৫ জন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, সুন্দর, সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা হয়েছে।