ইয়ানূর রহমান : করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশনে ভারতসহ
বিভিন্ন দেশ থেকে যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার করছে স্বাস্থ্য বিভাগ। ১৭
জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি পর্যন্ত ১৭ দিনে বেনাপোল ইমিগ্রেশনে
স্বাস্থ্যকর্মীরা ৪০ হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার
আব্দুল মজিদ জানান, এ পর্যন্ত ৪০ হাজার জনের পরীক্ষা করা হয়েছে। কারও
শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশি-বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর
প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। যেহেতু সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা
হচ্ছে, তাই জনবল কিছুটা বাড়ানো হলে সুবিধা হতো। তিনি বলেন, ভ্রমণ,
চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন
ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৬ থেকে ৮ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত
করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১০ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ
সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ‘ভারত থেকে যারা
আসছেন, ভাইরাসমুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে
সহযোগিতা করা হচ্ছে।