স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ মুজিব বর্ষ উপলক্ষে ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষকদের সম্বর্ধণা দেওয়া হয়েছে। পাবনা জেলা কৃষকলীগের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্বর্ধিত কৃষকদের ম্যাডেল ও মাথাল পড়িয়ে এবং কাস্তে হাতে দিয়ে বক্তব্য দেন,কৃষকলীগের কেন্দ্রিয় সভাপতি বাবু সমীর চন্দ্র চন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান,নুরুজ্জামান বিশ^াস,ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ^াস,কৃষকলীগের কেন্দ্রিয় নেতা আব্দুল লতিফ তারিন,তৌকিুর রহমান মোবারক হোসেন,আসলাম হোসেন,ফজলুর রহমান মালিথা,মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান,আসাদুর রহমান বীরু,মুরাদ আলী মালিথাসহ ঈশ^রদী উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত কৃষক রবিউল ইসলামসহ ১২ কৃষককে সম্বর্ধণা দেওয়া হয়। এর আগে পাবনা জেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।#
ক্যাপশন ঃ (১)- প্রধান অতিথি হিসেবে সম্বর্ধিত কৃষকদের ম্যাডেল পড়িয়ে সম্বর্ধণা দেন কৃষকলীগের কেন্দ্রিয় সভাপতি বাবু সমীর চন্দ্র চন্দ।
ক্যাপশন ঃ (২)- প্রধান অতিথি হিসেবে সম্বর্ধিত কৃষকদের মাথাল এবং কাস্তে হাতে দিয়ে সম্বর্ধণা দেন কৃষকলীগের কেন্দ্রিয় সভাপতি বাবু সমীর চন্দ্র চন্দ।