আদিতমারী বারোঘড়িয়া মাদ্রাসায় গোপনে কমিঠি গঠন


লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ের বারোঘড়িয়া দাখিল মাদ্রাসায় গোপনে কমিটি করার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছে অভিভাবক ও স্থানীয়রা। রোববার ২ ফেব্রয়ারী মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আহাম্মদ আলী ও কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন মোকলেছুর রহমান খান,একরামুল হক,ফিরোজ হোসেনসহ ১৪ জন অভিভাবক ও স্থানীয় অনেকে। অভিযোগ সুত্রে জানাগেছে, মাদ্রাসার আগের সুপার মৌলভী দেলোয়ার হোসেন অবসরে যাওয়ার পর কমিটি বিলুপ্ত হয়। পরে অভিভাবক/ শিক্ষক ও স্থানীয়রা একটি কমিটি করতে চাইলে মাদ্রাসার সভাপতি আবু বকর সিদ্দিক মাদ্রসার সহঃ সুপারকে বাদ দিয়ে ক্রিড়া শিক্ষক আহম্মদ আলীকে ভারপ্রাপ্ত সুপার করেন। তার কিছুদিন পর অভিভাবক ও স্থানীয়দের না জানিয়ে সেলেকশনে কমিটি করেন। ওই মেয়াদ শেষের আগে নির্বাচনের মাধ্যমে কমিটি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে নির্বাহী অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলীকে ১৩ জানুয়ারী ০৫.৪৭.৫২০২.০০০.০৪.০৬৫.১৯.৪২ স্বারকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়ে ৩০ জানুয়ারী নির্বাচনের তারিখ ঘোষনা দেন। সে মতে নির্বাচন হওয়ার কথা থাকলে তা না করে প্রিজাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফার অফিস কক্ষে বসে রাতারাতি ভারপ্রাপ্ত সুপার আহম্মদ হোসেন ও সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক গোপনে কমিটি করেন। পরদিন বিষয়টি স্থানীয় ও অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠে। তারা এই নির্বাচন বাতিল করে প্রকাশ্যে নির্বাচনের দাবি জানান। এব্যাপারে প্রিজাইডিং অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, তিনি মাদ্রায় গিয়ে কোন প্রতিদ্ধন্ধি না পেয়ে ফিরত আসেন। ফলে ভারপ্রাপ্ত সুপার ও সভাপতি সন্ধ্যা তার কক্ষে বসে এভাবে কমিটি করতে চাইলে তা করে দেয়া হয়। তবে উপজেলা নির্বাহী অফিসারকে না জানিয়ে এই কমিটি করে দেয়া ভুল স্বীকার করেন। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিভাবকদের অভিযোগ পেয়েছি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।