পাবনায় শুরু হয়েছে তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ওয়ারি ইজতেমা। বৃস্পতিবার থেকে এই ইজতেমা শুরু হয়েছে শহরের কেন্দ্রিয় বাস টার্মিনালের উত্তরে লস্করপুর এলাকায়। বৃস্পতিবার সকাল থেকেই মুসল্লীরা আসতে শুরু করেছে।
মুসল্লীদের ধারণা শুক্রবার জুমার নামাজের জমায়েত হবে পাবনা জেলার স্মরণকালে বৃহৎ জমায়েত।
সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম বলেন- বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী পাবনা জেলা ইজতেমা চলবে রবিবার পর্যন্ত। আমরা আশা করছি ইজতেমার দ্বিতীয়দিন শুক্রবার জুমার নামাজের জমায়েত হবে পাবনা জেলার স্মরণকালে বৃহৎ জমায়েত।
ইজতেমায় উপস্থিত থাকবেন বাংলাদেশের সুরা প্রধান মাওলানা ওয়াসিফুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আশরাফ আলী, মুফতি ওসাম, মাওলানা মো. সায়েম সহ তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় নেতৃবর্গ।