সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নাই – রেজাউল রহিম লাল

পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের দুর্বার উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমানতালে উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার আদর্শ জাতি গঠনে নতুন প্রজন্মকে সুশিক্ষা দিচ্ছে। পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নানা কর্মসুচী গ্রহন করেছে। সুশিক্ষা প্রতিষ্ঠিত হলে উন্নয়ন টেকসই হবে। সরকারের পাশাপাশি অভিবাবকদের দায়িত্বশীল হতে হবে।
বৃহস্পতিবার পাবনার ছেফাত উল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের গভণিং বডির সভাপতি মো. জুলফিকার হায়দা বাদশা বিশ্বাস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. তায়েজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, ওয়ারেস বিশ্বাস প্রমূখ।
প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল কে পুষ্পবৃষ্ঠি দিয়ে শুচ্ছে জানান শিক্ষার্থীরা।