রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

রাজশাহীতে বছর ঘুরে আবারো এলো বিদ্যার দেবী সরস্বতী। তার আশির্বাদ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে অর্চনা। এবারো রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সরস্বতী পূজা। কোনো কোনো স্থানে বুধবার (২৯ জানুয়ারি) থেকেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। আর তিথিগত বাধ্যবাধকতার কারণে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যেই অনেকেই পূজা শেষ করেন। হিন্দু স¤প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। এ দিন ভোর থেকেই বাড়িতে-বাড়িতে শুরু হয় পূজার প্রস্তুতি। ঘরে ঘরে উলুর ধ্বনি সাথে শাঁকে ফুঁ। বাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বইছে উৎসবের আমেজ। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজসহ শিক্ষানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজা অর্চনা করেন। এ উপলক্ষে সবাই সাজেন বাহারী সাজে। কেউ পড়ে আসে শাড়ি, আবার কেউ আসে পাঞ্জাবী পরে দেবীর আশির্বাদ নিতে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নগরীর বিভিন্ন পূজা মÐপেও পালিত হচ্ছে এই পূজা। সেখানেও দেবীর আশির্বাদ নিতে ছুটে যান অনেকে।শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা করা হয় সাধারণ আচারাদি মেনেই। তবে এই পূজার বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শিষ, বাসন্তী রঙের গাঁদা ফুল।