নেত্রকোনার কলমাকান্দার পোগলা ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মিরাশ আলীর বাড়ীর পার্শ্বে সরকারি হালট থেকে অর্ধলক্ষ টাকা মূল্যের একটি রেইন্টি গাছ অবৈধ ভাবে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে মো. চান মিয়া, মোজাম্মেল হক, জনব আলীসহ ১৬ জনের স্বাক্ষর রয়েছে। অভিযুক্তরা হলেন কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মশ্রব আলী ফকিরের ছেলে বজলু ফকির, সালাম ফকির, দুদু ফকির ও শান্ত ফকির।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮-১০ দিন পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে উপজেলার পোগলা ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মিরাশ আলীর বাড়ীর পার্শ্বে সরকারি হালট থেকে অবৈধ ভাবে একটি রেইন্টি গাছ কেটে বেশিরভাগ অংশ নিয়ে যায় অভিযুক্ত ব্যাক্তিরা বাকীটুকুও নিয়ে যাওয়ার পায়তারা করছে। দিনে দুপুরে কেটে নেয়া এ গাছটির মূল প্রায় অর্ধলক্ষ টাকা টাকা।
এ ব্যাপারে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোন সরকারি হালট থেকে গাছ কাটি নাই। আমরা আমাদের জায়গা থেকেই গাছ কেটেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।