বগুড়ায় আইডিও’র উদ্যোগে শতাধিক অসহায় মানুষকে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: সমন্বিত উন্নয়ন সংস্থা আইডিও’র উদ্যোগে সোমবার দুপুরে বগুড়ার ফুলদিঘী খালের পাড় এলাকায় প্রায় শতাধিক অসচ্ছল ও দারিদ্রপীড়িত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ, শীতবস্ত্র, হুইল চেয়ার এবং আয়বৃদ্ধি মূলক কর্মকান্ডের অংশ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
সংস্থার নির্বাহী পরিচালক মিনারা বেগম মিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সহায়তাস্বরুপ বিভিন্ন উপকরণ তুলে দেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুরুষদের পাশাপাশি সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে নারীরা অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আজ তৃণমূল পর্যায়ে নারীদের নেতৃত্বে পরিচালিত আইডিও বগুড়ার মতো সংস্থা সাধারণ মানুষের নানামুখী উন্নয়ন সাধনে কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উডবার্ণ সরকারী গণগ্রন্থাগার এর সহকারী লাইব্রেরীয়ান আমির হোসেন, জেলা দুপ্রকের সদস্য সাংবাদিক সঞ্জু রায়, ডেন্টিস্ট মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার, আনিসুল হক, এনজিও প্রতিনিধি মতিউর রহমান এবং বুশরা জান্নাত। সংস্থার সহ-সভাপতি আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে শিশুদের মাঝে শিক্ষা উপকরণস্বরুপ স্কুলের ব্যাগ, পেন্সিলবক্স এবং খাতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্রস্বরুপ কম্বল, চাদর এবং গরম সোয়েটার বিতরণ করা হয়। সেই সাথে এলাকাভিত্তিক আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের অংশ হিসেবে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ভাল জাতের ছাগল বিতরণ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।