সুন্দরগঞ্জে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় একযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটানোর প্রত্যয় নিয়ে শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। অন্যান্য নির্বাচনে মতই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রার্থীরা পোষ্টার ব্যবহার করে ভোট সংগ্রহ করেন। নির্বাচনের উপকরণ হিসেবে ব্যালট পেপার, সীল মোহর, ব্যালট বাক্স, ব্যবহার করা হয়। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষার্থীদের মধ্য হতে প্রধান নির্বাচন কমিশনার, সহকারি নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসার, ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক, পুলিশ সদস্য, আনসার সদস্য, পর্যবেক্ষক। প্রতিটি বিদ্যালয় হতে ৮ জন সদস্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ জানান, সরকারি নিদের্শনা এবং প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীদের মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পরিদর্শন করেন।