পাবনায় ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি:
পাবনায় ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র‌্যাব-১২ পাবনা ক্যাম্প কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা বাজারে চেক পোষ্ট স্থাপন করা হয়। এসময় একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ৬৩৩৩) গতি রোধ করতে চাইলে তারা র‌্যাবের সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৩জন মাদক ব্যবসায়ীসহ প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেটকার তল্লাশি করে ৬৩ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ীরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চওরাবাড়ী গ্রামের মৃত আব্দুল রাজ্জারের ছেলে তোফাজ্জল হোসেন তোফা, ফুলমতি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ এবং লালমনিরহাট সদর উপজেলার হাড়ভাঙ্গা গ্রামের আব্দুল রহমান নবানের ছেলে জাহাঙ্গীর আলম তমাল।
আটককৃতদের বিরুদ্ধে পাবনার আতাইকুলা থানায় মামলা দায়ের করা হয়েছে।